রাজনীতি শব্দটা আমাদের মানুষের কাছে ক্রমেই অপছন্দের (মতান্তরে ঘৃণার) বিষয় হয়ে উঠেছে। আমাদের কিশোর-তরুণ-যুবা প্রজন্ম রাজনীতির সাথে সম্পৃক্ত হতেই চায় না। কিন্তু বিষয়টা কিভাবে সম্ভব? রাজনীতির বাইরে আমাদের দৈনন্দিন জীবনের কোন অংশ আদৌ কী কল্পনা করা সম্ভব? না। আসলে আমরা রাজনীতিতে বাস করি, রাজনীতি খাই, রাজনীতিই পরি। কিন্তু বিষয়টা হয়তো আমাদের কাছে হাওয়ার মধ্যে থেকে হাওয়ার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতোই অদূরদর্শী হাস্যকর বিষয়।
রাজনীতির বৃত্তে আবদ্ধ আমাদের চারপাশের খবরাখবর আর সেসব খবরের পিছনের ঘনঘটা সবার কাছে ছড়িয়ে দেয়ার ঝুঁকিপূর্ণ লক্ষ্য নিয়ে তারুণ্যের জাগরণের বছর ২০১৩-তে যাত্রা শুরু করে রাজনীতি প্রতিদিন।
আমাদের মূল লক্ষ্য ছিলো, আমাদের চারপাশ ঘিরে থাকা রাজনীতির বেড়াজালকে জনগণের সাথে পরিচিত করা এবং তাদেরকে সম্পৃক্ত করা যাতে আমাদের বাংলাদেশেও জনমুখী সরকার এবং কল্যাণকর রাষ্ট্র গড়া যায়।
সেই অগ্রযাত্রা শুরু থেকেই মুখোমুখি হয় নানামুখী প্রতিকূলতা আর বন্ধকতার। একসময় সেই বিস্তৃত বাধ্যকতা আর প্রাণঘাতী আক্রমণ এতোটাই প্রবল হয়ে ওঠে যে, আমরা সিদ্ধান্ত নিই পত্রিকার কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখার। সেটা ২০১৬ সাল।
অবশেষে আবার উদয় ঘটছে সূর্যের। আমরা আবার যাত্রা শুরু করেছি। তবে দীর্ঘ বন্ধুর পথযাত্রায় আমাদের শরীরের বল কমেছে অনেক, তাই পরিসর থাকছে ছোট, সীমাবদ্ধ।
অবশ্য লক্ষ্য থাকছে আগেরটাই। অবস্থানও থাকবে আগের মতো প্রখর।
আমাদের বিভাগীয় ই-মেইল
বার্তা বিভাগ (যে কোন সংবাদ/প্রেস রিলিজ/প্রেস নোট পাঠাতে) : news@rajnitiprotidin.com অথবা rajnitiprotidin@gmail.com
বিজ্ঞাপন বিভাগ (বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে কথা বলতে) : touch@rajnitiprotidin.com অথবা rajnitiprotidin@mail.com
সম্পাদকীয় বিভাগ (অভিযোগ/পরামর্শ জানাতে) : editor@rajnitiprotidin.com অথবা rajnitiprotidin@outlook.com
সাহিত্য বিভাগ (গল্প/কবিতা/সমালোচনা/মতামত/ফিচার/নিবন্ধ ইত্যাদি পাঠাতে) : feature@rajnitiprotidin.com
মানবসম্পদ বিভাগ (চাকরি/প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যের জন্য) : career@rajnitiprotidin.com
অফিসের ঠিকানা
প্রধান কার্যালয়: ৬০/১ উত্তর নন্দীপাড়া, খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ।
বাণিজ্যিক কার্যালয়: বি৩০, কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা, বাংলাদেশ।
সংযোগ কার্যালয়: ৭৮৩ লিচুবাগান, ডানকুনি, হুগলি, শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ, ভারত।