আজ থেকে মাঠে থাকছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি 1, 2025 - 15:56
 0
আজ থেকে মাঠে থাকছে আওয়ামী লীগ
প্রতীকি ছবি

দলীয় কর্মসূচি ঘোষণা করে মাঠে নামার পরিকল্পনা নিয়ে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৬ মাসের মাথায় দলীয় কর্মসূচি দিয়ে মাঠে নামছে তারা।

বলাবাহুল্য, দলটির মাঠে নামার পরিকল্পনাকে অন্তর্বর্তী সরকারসহ পরিবর্তিত পরিস্থিতিতে সরব থাকা রাজনৈতিক দলগুলো ভালোভাবে নেয়নি। প্রত্যেকেই আলাদাভাবে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার কৌশল গ্রহণ করছে। আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে কঠোর সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি-জামায়াতেরও লক্ষ্য তাদের ঘোষিত কর্মসূচি বানচাল করা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের ঘোষিত ফেব্রুয়ারির ৯ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি। ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল-সমাবেশ। ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথ অবরোধ। ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।

3828

আপনার অনুভূতি কি?

like

dislike

love

funny

angry

sad

wow